Wednesday, August 17, 2016

মাইক্রোকন্ট্রোলার (Microcontroller)

মাইক্রোকন্ট্রোলার (Microcontroller)
, একে বলা হয়
কম্পিউটার IC (Integrated Circuit) অর্থাৎ একটি IC এর
ভেতরে কম্পিউটার (Computer in a single chip).
কম্পিউটারের অভ্যন্তরে যেমন মাইক্রোপ্রসেসর,
RAM, ROM, serial port, I/O port, timer/counter ইত্যাদি থাকে।
তেমনি মাইক্রোকন্ট্রোলারের ভিতরেও এ সব কিছুই
থাকে। কম্পিউটার দিয়ে আপনি যেমন অনেক জটিল জটিল
সমস্যা নিমেষেই সমাধান করে ফেলতে পারেন, তেমনি
মাইক্রোকন্ট্রোলার দিয়ে আপনি অনেক জটিল জটিল
ইলেক্ট্রনিক প্রোজেক্ট তৈরি করে ফেলতে পারবেন
সহজেই। মাইক্রোকন্ট্রোলার (Microcontroller)
সম্পর্কে জানা থাকলে রবোটিক্স, অটোমেশন,
কন্ট্রোল সিস্টেম, সিকিউরিটি সিস্টেম ইত্যাদি যে কোন
বিষয়ক প্রোজেক্টকে আপনার কাছে ছেলে খেলাই
মনে হবে।

মাইক্রোকন্ট্রোলারেরের ফিচার গুলো হলঃ

১। ইনপুট আউটপুট কন্ট্রোলার
২। এনালগ টু ডিজিটাল কনভার্টার (এ,ডি,সি)
৩। টাইমার
৪। কাউন্টার
৫। পি,ডাবলিও, এম
৬। ইউ, এস, এ, আর, টি
৭। টিএক্স, আরএক্স

★★★সাথেই থাকুন,মাইক্রোকন্ট্রোলার নিয়ে আমরা ধারাবাহিকভাবে বিস্তারিত আলোচনা করব★★★
Post a Comment